হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক পদ হতে ২১ মে অপসারণ করেছেন।
এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী অপসারণ করেছেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়।
ছাত্রজনতার তীব্র আন্দোলনের সময় রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় পতিত শেখ হাসিনার সরকার বিচারপতি দিলুরুজ্জামানকে আহ্বায়ক করে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিল। তবে এ কমিশনকে ছাত্রজনতা ওই সময় প্রত্যাখ্যান করে।
খুলনা গেজেট/এনএম