খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

ছয় জেলার সীমান্তে ৯০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

গেজেট ডেস্ক 

সারাদেশের ছয় জেলায় ৯০ জন নারী-পুরুষ ও শিশুকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধবার (২১ মে) দিনগত মধ্যরাতে তাদের ঠেলে পাঠানো হয়। এরমধ্যে ফেনীর দুই উপজেলা সীমান্তে ২৪ জন, লালমনিরহাটে ২০ জন, মৌলভীবাজারে ৭ জন, কুমিল্লায় ১৩ জন, পঞ্চগড়ে ২১ জন ও খাগড়াছড়িতে পাঁচজনকে ঠেলে পাঠানো হয়।

ফেনী
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে একদিনেই ৬ জন পুরুষ ৫ মহিলা ও ১৩ জন শিশুসহ মোট ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার (২২ মে) ভোরে দুই উপজেলার জোসপুর ও খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

তারা কুড়িগ্রাম জেলার। এরমধ্যে ফুলবাড়ি উপজেলার রয়েছেন শাহদাত আলী (৪০), শাহদাত হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৩৫), শাহদাৎ আলীর মেয়ে শারমিন খাতুন (১৪), সাথী আক্তার (৭), ছেলে মুন্না (১২)।

কচাকাটা উপজেলার জতিন সেনের ছেলে রবিন্দ্র সেন (৫৫), হুরকে দাশের মেয়ে পারবতি (৪৫), রবিন্দ্র সেনের ছেলে সবুজ সেন (১৬), সোবালী সেন (১৪), প্রভাত সেন (৩), মেয়ে বর্না সেন (১০), প্রভাতী সেন (২)।

নাগেশ্বরী উপজেলার আব্দুল গনি নুর নবী (৬০), মো. নুর নবীর স্ত্রী আয়েসা খাতুন (৪৫), ছেলে আশরাফুল (১৮), আহিমুল (৯), আরিফুল (৪), মেয়ে আমেনা (৬)।

ফুলবাড়ির ছকের আলী (৬০), তার স্ত্রী রাশিদা বেগম (৫০), মেয়ে সুমাইয়া খাতুন (৯), ছেলে সাইদুল (২৫) ও তার স্ত্রী নুরী খাতুর (২০), ছেলে নুর মোহাম্মদ (৩)

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আটককৃতদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে কাজ চলমান রয়েছে।

লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার মধ্যরাতে পাটগ্রামের রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

বিজিবি ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন জানান, বিএসএফ ২০ জনকে বাংলাদেশে পুশইন করেছে। তাদের মধ্যে ১১ জন নারী ও সাতটি শিশু ও দুজন পুরুষ রয়েছেন। তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।

মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদেরকে পুশইন করা হয়।

এ বিষয়ে ৪৬ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া আমার দেশকে বলেন, আটক ৭ নারী, পুরুষ শিশু সবাই বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা
কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর সাড়ে চারটার মধ্যে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

তিনি বলেন, কমুয়া এলাকা দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং শিশু ৭ জন। আটককৃতরা বিজিবির হেফাজতে রয়েছে। যাচাইবাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড়
পঞ্চগড়ে সীমান্তে ২১ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ, ছয়জন নারী ও ১৩ জন শিশু।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা বিওপি এলাকার সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, বিজিবি বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। আটককৃত শিশুদের সমাজসেবার মাধ্যমে সেফ হোমে এবং অন্যান্যদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড় সীমান্ত ফেনী নদী দিয়ে বিএসএফের ভাসিয়ে দেয়া পাঁচজনকে উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রামগড় বিজিবি-৪৩ ব্যাটালিয়নের মহামুনি বিওপির সদস্যরা অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে নিয়ে যান।

এর আগে বুধবার (২১ মে) দিনগত মধ্যরাতে তাদের ‘পুশইন’করা হয় বলেন জানান ইউএনও ইসমত জাহান তুহিন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!