খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

কৃষক মাহাতাপকে বিষাক্ত দ্রব্য পুশ করে হত্যার অভিযোগে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা গ্রামের কৃষক মাহাতাব শেখ (৪২) হত্যাকান্ডের ঘটনায় এলাকাবাসির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনায় হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসংখ্য সাধারণ জনতা সড়কের উপর মানববন্ধনে অংশগ্রহণ করেন। মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তার করছে না বলে বক্তারা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, কামটা গ্রামে মোস্তফা শেখ ও কওসার মোল্লার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০২১ সালে ইউপি নির্বাচনে মোস্তফা শেখ ও কওসার মোল্লার মধ্যে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে মোস্তফা শেখ নির্বাচিত হওয়ার পর থেকে দুই পক্ষের বিরোধ আরও বেশি দেখা দেয়। কিছুদিন আগে মোল্লা পক্ষের লোকজন নিহত মাহাতাপকে মেরে হাত ভেঙ্গে দেয়। মোল্লা বংশের লোকজন বেশি ও আত্মীয় স্বজন প্রশাসনের মধ্যে থাকায় তারা এলাকাবাসির উপর হামলা ও মামলা করে নির্যাতন চালায়।

নিহত মাহাতাপ শেখ উপজেলার কামটা গ্রামের মৃত ওয়াহেদ শেখের ছেলে এবং নলধা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের মেজ ভাই। ইউপি সদস্য বর্তমানে জেল হাজতে থাকার সুযোগে মাহাতাপকে হত্যা করেছে বলে জানান তারা।

নিহতের ভাইপো মহাসিন ২১ মে বিকালে মানববন্ধনে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (১৬ মে) রাতে মাহাতাব শেখ নিজ বাড়ির পাশে পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে ছিলেন। এসময় প্রতিপক্ষের একদল ব্যক্তি সেখানে গিয়ে হামলা করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে আশ্রয় নেন শওকাত এর বাড়িতে। সেখান থেকে মাহাতাপের আত্মীয়-স্বজন তাকে উদ্বার করে। আহত অবস্থায় প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহাতাব মারা যায়। মোল্লা পক্ষের লোকজন আমার চাচাকে জীবনে শেষ করে দিবে বলে হুমকি দিয়ে আসছিল। যা চাচা তাদের জানাত।

নিহতের ভাগনে সুইট বলেন, আমার মামার শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ ও তাকে মারপিট করে নিলয় ও নয়ন মোল্লা পক্ষের লোকজন হত্যা করেছে। অথচ তারা প্রচার করছে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। সাপের কামড়ের কোন লক্ষণ তার শরীরে ছিল না। নিহতের লোকজনকে এখনও তারা হুমকি দিচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ ধরছে না।

ঘটনার পর নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা (নম্বর-৭, ধারা-৩০৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলার প্রধান আসামি কামটা গ্রামের ইমরান মোল্লা রিপন (৩০) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাসিন শেখ, সুইট, রমিছা বেগম, কাদের শেখ, রস্তুম শেখ, লিটন শেখ, ইব্রাহিম, সাগর, আজিজুল মিয়া, বিল্লাল, আইয়ুব মিয়া, মোতালেবসহ অসংখ্য জনতা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!