Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগ

বাগেরহাটকে ৩ গোলে হারিয়ে যশোরের জয়

ক্রীড়া প্রতিবেদক

‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনের খেলায় জয় পেয়েছে যশোর অনুর্ধ্ব-১৫ ফুটবল দল। দিনের অন্য ম্যাচটিতে সাতক্ষীরা দল মাঠে উপস্থিত না হওয়ায় খেলা অনুষ্ঠিত হয়নি।

বুধবার (২১ মে) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বাগেরহাট অনুর্ধ্ব-১৫ ফুটবল দল বনাম এবং যশোর অনুর্ধ্ব-১৫ ফুটবল দল। খেলায় যশোর অনুর্ধ্ব-১৫ ফুটবল দল ৩-০ গোলে বাগেরহাট অনুর্ধ্ব-১৫ ফুটবল দলকে পরাজিত করে।

খেলার শুরুতেই উভয় দল আক্রামন-পাল্টা আক্রমনে যায়। এসময় বাগেরহাট নিজের নিয়ন্ত্রনে নিয়ে নেয় খেলা। একের পর এক আক্রমন করতে থাকে। ভাগ্য তাদের সহায় হয়নি। তিনটি সহজ গোল ঠেকিয়ে দেয় গোলপোস্ট। আর বল বারে লাগার কারণে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। গোল শুণ্যেভাবে বিরতীতে উভয় দল। বিরতী থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে যশোর। পেনাল্টি থেকে দলের পক্ষে প্রথম গোল করেন ২নং জার্সি পরিহিত খেলোয়াড় অধিনায়ক নিশান। অপর গোল দু’টি করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় রকিব ও ১৯নং জার্সি পরিহিত খেলোয়াড় ইমন।

ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন যশোর দলের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় রকিব। তাকে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার মো. খালেক শিকদার। খেলা পরিচালনা করেন রেফারী হিমেল মিয়া, শাহাবুদ্দিন, মো. রোকনুজ্জামান রানু ও মাহফুজুর রহমান। ম্যাচ অফিসিয়াল ছিলেন মো. এহসানুল হক। দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচ সাতক্ষীরা দল মাঠে উপস্থিত না হওয়ায় অনুষ্ঠিত হয়নি।

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) খেলা বন্ধ থাকবে। শুক্রবার (২৩ মে) খুলনা জেলা স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে যশোর ও সাতক্ষীরা এবং দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা খুলনা ও নড়াইল।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন