মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শিরোমণিতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার শিরোমণিতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ গুরুতর আহত হয়েছে, এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গুরুতর আহত তরুণদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শিরোমণি গ্যারিশন এলাকার ডাক্তার বাড়ির সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেল্লাল হোসেন (২৮) নামের এক তরুণের অবস্থা আশঙ্কাজনক। তিনি শিরোমণি পূর্বপাড়া মতিয়ার রহমানের ছেলে। অপরজন শিরোমণি পূর্বপাড়া মোল্যা নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম বনি (২৮)। ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটি উদ্ধার করে শিরোমণি ফাঁড়িতে নেয় বলে জানা গেছে।


খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন