আইপিএল প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়ে যেতে পারে আজই। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জিতলেই চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেবে হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে, টিকে থাকতে জয়ের বিকল্প নেই দিল্লির। এমন সমীকরণের ম্যাচে বাগড়া বসাতে পারে মুম্বাইয়ের আবহাওয়া।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই। ফলে ঝড়-বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এবারের আইপিএলে কয়েকটি ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে। কলকাতা, বেঙ্গালুরুতে আবহাওয়া প্রভাব ফেলেছে। বুধবার মুম্বাইয়েও সেটাই দেখা যেতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে ভেস্তে যেতে পারে খেলা। মঙ্গলবারও বৃষ্টি হয়েছে মুম্বাইয়ে। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের অনুশীলন ব্যাহত হয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। মাঠ ঢেকে দেওয়া হয়েছে। ওয়াংখেড়ের আলোও নিভিয়ে দেওয়া হয়েছে। বুধবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে কিছুটা হলেও আশার আলো রয়েছে। ঝড়-বৃষ্টির কথা ভেবে মঙ্গলবার থেকে আইপিএলের প্রতিটি ম্যাচে বাড়তি এক ঘণ্টা সময় ধরে রাখা হয়েছে। এমনিতেই যে সময়ে খেলা শেষ হওয়ার কথা তার থেকে এক ঘণ্টা সময় বেশি ধরে রাখা হয়। সেটা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ, ফাইনাল পর্যন্ত ম্যাচ শেষ করার জন্য বাড়তি দু’ঘণ্টা সময় থাকবে। কিন্তু যদি খেলার ওভার কমে তাহলে দু’দলই সমস্যায় পড়তে পারে।
ইতিমধ্যে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস প্লে-অফে উঠে গিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াই মুম্বাই ও দিল্লির। বুধবার যদি মুম্বাই-দিল্লি ম্যাচ ভেস্তে যায় তাহলেও সুযোগ থাকবে দু’দলের কাছে। তাদের আরও একটি করে ম্যাচ বাকি থাকবে। তবে সে ক্ষেত্রে মুম্বাইয়ের ক্ষতি। কারণ, দিল্লিকে হারাতে পারলে তাদের প্লে-অফ পাকা হয়ে যাবে।
খুলনা গেজেট/এনএম