মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদকের মাতার ই‌ন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক লে. কমান্ডার অব. রাশেদ ইকবালের মাতা শাহানা ইকবাল (৮৫) বার্ধক্যজনিত কারণে গত ১৮ মে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন)।

মরহুমার তিন সন্তানের মধ্যে দুই মেয়ে প্রবাসী। আগামী ২১ মে বাদ আসর নেভাল হেড কোয়ার্টার মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শাহানা ইকবালের স্বামী কর্নেল মো. ইকবাল ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন। শাহানা ইকবাল শিল্পানুরাগী ছিলেন। নিজে তৈলচিত্র আঁকতেন। তি‌নি উত্তরা লেডিস ক্লাবের সম্মানিত সদস্য ছিলেন।

দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদকের মাতার ই‌ন্তেকা‌লে গভীর শোক এবং শোক সন্তপ্ত প‌রিবা‌রের সদস্যদের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন খুলনা গে‌জেট সম্পাদক মো: মাহমুদ আহসান। তি‌নি মরহুমার আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন