খানজাহান আলী থানান মীরেরডাঙ্গায় অবস্থিত ব্যক্তি মালিকানাধীন এজাক্স জুট মিল শ্রমিক-কর্মচারীদের যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে গেট সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৮ মে) সকাল ১০ টায় মিলের মেইন গেটের সামনে অনুষ্ঠিত এ গেট সভায় সভাপতিত্ব করেন মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর ওদুদ শরীফ।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন শ্রমিক নেতা তোফাজ্জল ইসলাম, আব্দুর রহমান, হুগলী বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, শ্রমিক নেতা ওবায়দুর রহমান প্রমুখ।
সভা থেকে পাওনা পরিশোধের দাবিতে আগামী ২০ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/এমএনএস