খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এ হাশেমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রোপাগন্ডা ও অনলাইন বুলিংয়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, কুয়েটের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত, পরীক্ষা নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার বাদশা মোহাম্মদ হারুন, কর্মকর্তা সমিতির সভাপতি রোকনুদ্দিন, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সিএসই বিভাগের টু কে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও কুয়েট কর্মকর্তা ড. হানিফ, টু কে টু ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার নাজিম, কুয়েটের সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, টু কে ১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, টু কে ১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার কাশেম, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাবেক সভাপতি ইমদাদ মোড়ল প্রমুখ।
খুলনা গেজেট/লিপু/এএজে