খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
  গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

খুলনায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যত” এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের উদ্যোগে আজ রবিবার উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়।

মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত খুলনা বিভাগীয় জাদুঘরে সকাল ১০ টার সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন কর্মকতা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্ক হয়ে পুনরায় খুলনা বিভাগীয় জাদুঘরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইতিহাস ঐতিহ্য গবেষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিশ্বব্যাপী ১৯৭৭ সাল থেকে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করে আসছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম)। বিশ্বের সকল জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞরা একত্রে সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ, নিদর্শনের গবেষণা ও প্রকাশনা করা, সংস্কৃতির বিনিময় ও উন্নয়ন, মানুষের মধ্যে শান্তি ও সহযোগিতা এবং পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করা আইকমের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য থেকে সংস্থাটির উদ্যোগে প্রতিবছর আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়ে আছে। প্রতি বছরের ১৮ মে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস। প্রতি বছর একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়। এ বছর প্রতিপাদ্য নিধারণ করা হয় “দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যত”।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!