জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা শফিউদ্দিন শাফি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা তিনটায় বারাকপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু।
বারাকপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মমরেজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা তৈয়বুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, অসিত কুমার সাহা, এনামুল হক সজল, আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মুনিবুর রহমান, শরীফ ইকবাল হোসেন, গাজী জাকির হোসেন প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল।
খুলনা গেজেট/এইচ/লিপু