মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা নদীর পাড়ে ফেলে রেখে যাওয়া নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন।

তিনি বলেন, গর্ভে থাকা অবস্থায় আনুমানিক চার থেকে পাঁচ মাসের এই শিশুকে অপারেশনের মাধ্যমে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। বাচ্চাটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তীতে সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এলাকাবাসী জানায়, রূপসা নদীর পাড়ে রাতের আধারে একটি নবজাতকের মরদেহ ফেলে দিয়ে যায়। এক পর্যায খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ শিশুর লাশ দেখতে ভিড় করে।

 

খুলনা গেজেট /এমএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন