খুলনার খানজাহান আলী থানার শিরোমণিতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) খুলনার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং ও নন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির আবেদনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগ্রহ এবং ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করতে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদের পাঁচটি বিভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এন্ড নন ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও ইংরেজি প্রোগ্রামে ভর্তির জন্য সময়সীমা বৃদ্ধি করে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার জন্য ঢাকা ও খুলনা এই দুইটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে থেকে একটি পছন্দসই কেন্দ্র নির্বাচন করতে পারবে। পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র সম্পর্কে শিক্ষার্থীদের মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৪ বছরের এই স্নাতক প্রোগ্রামে ইঞ্জিনিয়ারিং এ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান অথবা জিসিই- এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবে। একই সাথে নন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ থেকে এইচএসসি বা সমমান অথবা জিসিই-এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে।
আবেদনের জন্য শিক্ষার্থীরা ঘরে বসেই স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে (বিএইউএসটি) খুলনা এর ওয়েব সাইটে অথবাhttps:// baustkhulna.applyingnext.com/apply লিংকে গিয়ে আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন বিকাশের মাধ্যমে ৭০০ টাকা অফেরতযোগ্য ভর্তি ফি পরিশোধ করতে হবে।
খুলনা গেজেট/হিমালয়/লিপু