ব্যাট হাতে লিটন দাসের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। এর মধ্যেই পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্বভার। এমন সময়ে অধিনায়কত্বকে মোটেও চাপ হিসেবে দেখছেন না লিটন।
বরং, অধিনায়কত্বের চাপকে ইতিবাচক হিসেবে দেখতে চান।
সোমবার (১২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস।
সেখানে তিনি বলেন, ‘চাপের কিছু নেই। প্লাস পয়েন্ট হতেও পারে। নতুন সুযোগ এসেছে। ইতিবাচক চিন্তার চেষ্টা করব। যেন ফল আমার পক্ষে আসে।’
নিজের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘লং টাইম যেহেতু পাবো। ধীরে ধীরে সব করার চেষ্টা করব। বিসিবির যে চাওয়া ছিল, সেগুলো পূরণের চেষ্টা করব।’
খুলনা গেজেট/এএজে