আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভাবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। পাশাপাশি সারা দেশের ছাত্র-জনতা এই বিক্ষোভ কর্মসূচিতে সারা দেয়। তারই অংশ হিসেবে এনসিপির দক্ষিণবঙ্গের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এর ডাকে সারা দিয়ে খুলনায় এনসিপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে সমর্থন জানায় খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্যা রেড জুলাইসহ অন্যান্য সংগঠন।
এনসিপি ও জানাক এর সংগঠক হামিম আব্দুল্লাহ রাহাত বলেন, আজ রাতেই আওয়ামী লীগ নি’ষি’দ্ধের সুস্পষ্ট ঘোষনা আসতে হবে। তা না হলে শুক্রবার সকাল হতে খুলনার আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারো ৪ আগস্ট রচনা করা হবে ইনশাআল্লাহ। তিনি জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে এক হওয়ার আহ্বান জানান।
খুলনার আপামর ছাত্র-জনতাকে এক হওয়ার আহ্বান জানিয়ে রাহাত শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি মোতাবেক জুম্মার নামাজ নিউমার্কেটের বায়তুন নূর মসজিদে আদায় করে শিববাড়ি মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
খুলনা গেজেট/এমএনএস