মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জেন্ডার নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে হবে : পিআইবি’র মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট-পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, জেন্ডার একটি স্বাভাবিক বাস্তবতা। কিন্তু জেন্ডার নিয়ে সমাজে একটি নেতিবাচক ধারণা রয়েছে। এ ধারণা দূর করতে সাংবাদিকরাই পারে তাদের লেখনি শক্তি দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে। যার মধ্য দিয়ে সমাজে জেন্ডার বিষয়ে ভুল ধারণা না থাকে। বৃহস্পতিবার (৮ মে) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেন্ডার সেনসিটিভ জার্নালিজম বিষয়ক কর্মশালায় সভা প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআইবি’র আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ প্রশিক্ষণে খুলনা বিভাগের ২৮জন গনমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, পিআইবির কনসালট্যান্ট ট্রেনিং জাকিয়া শিশির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, প্লান ইন্টারন্যাশনালের মো হোসাইন শাকির, পিআইবির মাহবুব সত্তার ও মাহবুবুল আলম প্রমুখ।

 

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন