বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ । এ উপলক্ষে আজ থেকে তিনদিনের কমৃসূচি শুরু হচ্ছে। জেলা প্রশাসন এর আয়োজক। অনুষ্ঠান হবে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ও রূপসা উপজেলার পিঠাভোগে।
২৫ বৈশাখ বিকেল সাড়ে চারটায় উদ্বোধন ও আলোচনা সভা। দক্ষিণডিহির অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এবং রুপসার পিঠাভোগে প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মাদ হুসাইন শওকত।
২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা এবং ২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এছাড়া রূপসা উপজেলার পিঠাভোগেও অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে