খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন
  জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার
  চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে ফিরোজায় খালেদা জিয়া

অভিভাবকদের নিয়ে সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ মে) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জব্বার।

কলেজের প্রভাষক এসএম নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রভাষক জিএম, মাহামুদ আক্তার, এস এম আশরাফুল ইসলাম, মোল্লা তারেকুল ইসলাম, অসিত বরণ মন্ডল , মোঃ রবিউল ইসলাম, মোঃ নাজমুছ শাহাদাৎ , জিএম শফিকুল ইসলাম, রেহানা সুলতানা, মোঃ মোস্তাফিজুর রহমান ও আজাদুর রহমান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা করেন মোঃ জহির উদ্দিন মিয়া, মোঃ ফায়কুজ্জামান ও মোঃ আলম হোসেন।

আলোচনা সভায় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্ট অর্জনের ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বেশি ভূমিকা রাখতে হবে। একজন শিক্ষার্থীর জীবনের ক্যারিয়ার বা ভীত তৈরি করে ইন্টারমিডিয়েট থেকে। ইন্টারমিডিয়েটে রেজাল্ট ভালো হলে সে সব জায়গায় চান্স পায়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই সমন্বিতভাবে চেষ্টা করলে ভালো রেজাল্ট করা সম্ভব। এ ব্যাপারে শিক্ষক, গার্ডিয়ান, শিক্ষার্থী সবাইকে সজাগ হতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা সবাই সচেতন হব এবং আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ।

শিক্ষকবৃন্দ অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, নিয়মিত যারা কলেজে আসে তারা ভালো ফলাফল করে। গার্ডিয়ান যারা আছেন, তারা খেয়াল রাখবেন আপনাদের সন্তানেরা ঠিকমতো কলেজে আসছে কিনা? আর ছেলে-মেয়েদের মোবাইল আসক্ত থেকে বিরত রাখার চেষ্টা করবেন।

 

খুলনা গেজেট/লিপু/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!