বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ওই গ্রামের কৃষক মহিদুল কাজীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, প্রতিবেশী মাহাবুব হোসেন ও তার স্ত্রী তামান্নার অনুরোধে তাদের বাড়ির আম গাছ থেকে আম পেড়ে দেয়ার জন্য রাকিবুল গাছে ওঠে। এ সময় গাছের প্রায় ১০ থেকে ১৫ ফিট উপর থেকে হঠাৎ পা ফসকে নিচে পড়ে যায় সে। এতে গুরুতর আহত হয় রাকিবুল। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোদালিয়া বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে