মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সম্মিলিত ওলামায়ে কেরামের সভাপতি ও সহ-সভাপতিকে ইরান সরকারের আমন্ত্রণ

গেজেট ডেস্ক

সম্মিলিত ওলামায়ে কেরামের খুলনা সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ্ এবং সহ-সভাপতি মাওঃ আব্দুর রইফকে আমন্ত্রণ জানিয়েছেন ইরান সরকার। আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ৮টায় ঢাকা বিমান বন্দর থেকে ফ্লাই দুবাই এয়ারলাইনযোগে তারা দেশ ত্যাগ করবেন।

সারা দেশ থেকে মোট ১০ জন বিশিষ্ট আলেমে দ্বীনগণ মেহমান হিসেবে আগামী ১৪ দিন ইরানের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবেন। যার মধ্যে ইরানে মাসহাদ, কোম প্রভৃতি স্থানে সেমিনার ও মুসলমানদের মাযহাবগত পার্থক্য ভুলে ঐক্যমত কী ভাবে সম্ভব, তথা মুসলিম জাতির ঐক্যের লক্ষ্যে মতামত এবং সেমিনারে যোগদানের উদ্দেশ্যে ইরান সরকারের আমন্ত্রণে তারা যাচ্ছেন। বাংলাদেশ ওলামায়ে কেরামের সকল সদস্যসহ দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন