খুলনা মহানগরীতে চলাচলের জন্য কেসিসি কর্তৃক অনুমোদিত যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের মালিক-চালকদের অনুকূলে আরএফআইডি (রেডিও ফ্রিকুয়েন্সী আইডেন্টিফিকেশন) কার্ড সরবরাহ করা হচ্ছে। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার সোমবার (৫ মে) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএফআইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, আরএফআইডি কার্ডে বিদ্যমান কিউআর কোডের মাধ্যমে কেসিসি কর্তৃক অনুমোদিত বৈধ ইজিবাইক সহজে সনাক্ত করা সম্ভব হবে। এছাড়া নকল ব্লুবুক, নম্বর প্লেট ও স্টিকার ব্যবহার করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ব্যর্থ হবে। ফলে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ হবে যা নগরীর যানজট হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।
আগামী ৬ মে থেকে ২২ মে পর্যন্ত সকল কার্যদিবসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত লাইসেন্স যানবাহন শাখা হতে আরএফআইডি কার্ড সংগ্রহ করা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সড়কে চলাচলকালীন সরবরাহকৃত কার্ড ও ব্লুবুক সঙ্গে রাখা এবং ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার ইজিবাইকের নির্ধারিত স্থানে প্রদর্শনের জন্য ইজিবাইক মালিক/চালকদের প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়া নগরীতে চলাচলকারী ইজিবাইকের ছাউনি লাল ও বডি সবুজ রঙের হওয়ার পাশাপাশি ডান পাশ এসএস পাইপ দ্বারা বন্ধ রাখতে হবে। ২২ মে’র পর থেকে আরএফআইডি কার্ড, ব্লুবুক, ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন সকল ইজিবাইক অবৈধ বলে বিবেচিত হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল মাজেদ মোল্যা, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) মো: দেলওয়ার হোসেন ও লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস