খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন
  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

চিতলমারীতে বিনামূল্যে দুইশ’ রোগীকে চক্ষু চিকিৎসা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার (৪ মে) চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে পিকেএসএফের সহায়তায় কোডেক সম্মৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপি এই ক্যাম্পে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ২শ’ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা শেষে ছানি অপারেশনযোগ্য রোগীদের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিনামূল্যে অপারেশনের সুযোগ পাবেন হতদরিদ্র এসব রোগীরা।

দুপুরে ক্যাম্প পরিদর্শণে আসেন গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শাহিন আলম। ঘরের পাশে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ঔষধ পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা।

বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়া তারক রায় বলেন, আমাদের বাড়ি পাশেই। বেশকিছুদিন ধরে চোখে কম দেখছিলাম। এখানে চিকিৎসকরা খুব ভালভাবে দেখেছেন। বলেছে ছানি অপরাশেন করতে হবে। গোপালগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য যাব। বাড়ির পাশে এমন ক্যাম্প হওয়ায় আমাদের জন্য খুব ভাল হয়েছে।

কোডকের এমন কার্যক্রমে এলাকার দরিদ্র মানুষের উপকার হয়েছে বলে জানান চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্চনা রানী বড়াল। তিনি বলেন, এখানে আমার ইউনিয়ন ও পাশ্ববর্তী এলাকার অনেক লোক চিকিৎ’সা নিয়েছেন। এরকম বড় ডাক্তারদের চোখের সমস্যা দেখানোর সুযোগ প্রত্যন্ত এলাকায় অনেক কম। কোডেকের এমন উদ্যোগ চালু থাকলে প্রত্যন্ত এলাকায় অন্ধত্যের হার কমবে বলে জানান তিনি।

কোডেক সম্মৃদ্ধি কর্মসূচির চিতলমারী উপজেলা সমন্বয়কারী আসগর হায়দার বলেন, আমরা দুই শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করেছি। বেশকয়েকজন রোগীকে ছানি অপারেশনের জন্য গোপালগঞ্জে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!