Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দ্য চেঞ্জ

রুমা ব্যানার্জি, কলকাতা থেকে

যখন, সমাজ ব্যবচ্ছেদের মন্থন দন্ডের ঘর্ষণে
উঠে এসেছিল এক পেয়ালা বিষ….

সেই বিষে কলম চুবিয়ে ,
মনের আগুনের রঙে লিখেছিলে তোমরা…এক
এক খানা মন ভেজানো কাব্য ….

না, আমি একা ছিলাম না সেখানে, রত্নাকর
থেকে ব্যসদেব হয়ে কালের ব্যবধানে এক এক করে উঠে এসেছিল মনু, বশিষ্ঠ গৌতম সহ বহু লেখক কবি …

সে কাব্যে ..কোথাও ছিল, ভাইয়ে ভাইয়ে শত্রুতা,
কোথাও বা ছিল ঘৃনার শব্দকোষ।

ছিল রাজনৈতিক যতি চিহ্নের সন্নিবেশ…
সবটুকু শুষে নিয়েছিল পৃথিবীমানবের , স্বপ্নিল মন।

এক এক করে জেগে উঠেছিলেন, ভারতচন্দ্র, মুকুন্দরাম,
চন্ডীদাস, কৃত্তিবাস, কাশীরাম..
মানুষের হাতে তুলে দিয়েছিলেন তাঁরা সকলে, এক ডালি বিশ্বাস ।

আজ আবার এই তমসা কাটাতে
দিন বদলের গান গাইতে, ফিরে এস সব….
ধরো কলম, এক এক করে তুলে আনো পালাবদলের কথা…

কবিতার ভাষায় ঝরাও আগুন,
ভাঙো সংকীর্ণতার বেড়াজাল…

চূর্ণ করো, ভেঙে চুরমার করে দাও ধর্মের নামে তৈরী ইমারত।

কবিবরেন্য বৃন্দ, আজ আবার একবার ফিরে এসো তোমরা,
মনের হুঁস আর মান জাগাতে, সম্প্রীতি ফেরাতে,
আর একবার মানুষ গড়তে।

প্লিজ কবিবরেষু বৃন্দ, আবার একবার কলম ধরো….।।।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন