তেরখাদায় রাস্তার ধারের পুকুরের পানিতে পড়ে বাচ্চু শেখ নামের এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মৃত বাচ্চু আটলিয়া পূর্ব পাড়া এলাকার মৃত কাশেম শেখের ছেলে। শুক্রবার (২মে) সকালে উপজেলার শালিকদাহের রাস্তার পাশের একটি পুকুরে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী হাসান।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আটলিয়া থেকে পার্শ্ববর্তী শালিকদাহে যাচ্ছিলেন। পথেই একটি পুকুরের মধ্য পড়ে যায় বাচ্চু শেখ।পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকার লোকজন। ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করত সে। তার মৃত্যুতে এলাকাসহ বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি বলেন, মৃত বাচ্চু শেখ শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/এমএম