খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারধরের ঘটনায় সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত

‘দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি৷ গত ১৫ বছরের ইতিহাস হলো সে সকল নিরাপরাধ আলেম-উলামাদের ধরে ধরে জেলে ভরা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এ জন্য দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২ মে) সকাল ১০ টায় খুলনার খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে। আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সকলকে সজাগ থাকার আহবান জানান।

শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পুর্ণমিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য হাফেজ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) ‘র সাবেক চেয়ারম্যান হেমোটোলজী বিভাগ হাফেজ ড. এ বি এম ইউনুস ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল ঢাকার পরিচালক ডাঃ স, ম খালিদুজ্জামান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হাফেজ মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন হ্যামকো গ্রুপের পরিচালক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন তালুকদার, মো. সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, আবুল কালাম পাঠান, মাওলানা আব্দুস সাত্তার, হারুনুর রশীদ , হাফেজ আব্দুস সবুর, মাদরাসার মোহতামিম হাফেজ মো. ইব্রাহিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইয়েমেনের ক্বারী বিলাল আবদুল্লাহ আল আকবারী।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা বিগত দেড় যুগ একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। সে যুগে আমাদের কোন অধিকার ছিল না। এমনকি ধর্ম অধিকারও ছিল না। গণতন্ত্র ছিল না ও আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও খাবার ছিল না। নিরন্ন মানুষের আহাজারি এবং বস্ত্রহীন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। গত ১৫ বছর হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। গায়েবি মামলা দিয়ে মানুষকে জেলে পুরে রেখেছিল। নিজের গদি আজীবনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এর আগে সকাল ৯ টায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিরোমনিতে ইসলামিক সেন্টারের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

এ সময় তিনি বলেন, সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। সে জন্য শিরোমনি ইসলামিক সেন্টার সমাজ পরিবর্তনের একটি প্রতিশ্রুতিশীল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। এর মূল লক্ষ্য হতে হবে ইসলামিক সেন্টার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এ এলাকার যুব সমাজকে বই পড়ার মনোযোগী করে গড়ে তোলা। আর যুব সমাজকে নবী (সা.) এর আদর্শে গড়ে তুলতে পারলে তাদের মাধ্যমে দেশে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল ঢাকার পরিচালক ডাঃ স ম খালিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মধ্যে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মো. আমিনুল ইসলাম, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, শেখ আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ রেজাউল ইসলাম, তাজুল ইসলাম, মো. আজিজুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!