চলমান আইপিএলে কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না ঋষভ পান্ত। ব্যাটে রান নেই। অধিনায়কত্ব ভালো হচ্ছে না। গতকাল রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারতে হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। হারের ধাক্কার পাশাপাশি শাস্তিও পেতে হয়েছে পুরো দলকে।
মুম্বাইয়ের বিপক্ষে দলের মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছেন অধিনায়ক পান্ত। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় অপরাধ। প্রথম বারও মুম্বাইয়ের বিপক্ষেই মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছিলেন লক্ষ্ণৌয়ের অধিনায়ক। সেই সময় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল তাকে। এ বার ২৪ লাখ রুপি জরিমানা হয়েছে তার।
পান্ত চলতি আইপিএলের একমাত্র অধিনায়ক, যিনি দু’বার শাস্তি পেলেন। রাজস্থান রয়্যালসও মন্থর বোলিংয়ের জন্য দু’বার সাজা পেয়েছে। কিন্তু এক বার রিয়ান পরাগ ও এক বার সঞ্জু স্যামসন অধিনায়ক ছিলেন। লক্ষ্ণৌর ক্ষেত্রে পান্ত একাই দুইবার এই ভুল করেছেন।
পান্ত ছাড়া লক্ষ্ণৌয়ের একাদশের বাকি ক্রিকেটারেরাও শাস্তি পেয়েছেন। এই তালিকায় ইমপ্যাক্ট প্লেয়ারও রয়েছেন। পান্ত বাদে বাকি ১১ জন ক্রিকেটারের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
প্রথম বার মন্থর বোলিংয়ের শাস্তি শুধু অধিনায়ক পান। তবে দ্বিতীয় বার থেকে পুরো দলকেই শাস্তি দেওয়া হয়। তাই এবার বাকিদেরও জরিমানা করা হয়েছে।
আসরের শুরুটা ভালো করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে লক্ষ্ণৌ। রবিবার মুম্বইয়ের কাছে ৫৪ রানে হেরেছে তারা। ১০ ম্যাচে পাঁচটি জিতেছেন পান্তেরা। হেরেছেন পাঁচটি। ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ৬ নম্বরে রয়েছে লক্ষ্ণৌ। এখনও প্লে-অফে ওঠার সুযোগ তাদের রয়েছে। তবে কঠিন পরীক্ষা লক্ষ্ণৌর সামনে।
খুলনা গেজেট/এনএম