বেঙ্গালুরুর এম.চিন্নাস্বামী স্টেডিয়াম যেন বিরাট কোহলির দুর্গ! বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ১১ রানের জয় পায়। ম্যাচে ব্যাট হাতে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলার পথে বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতীয় মহাতারকা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি নির্দিষ্ট ভেন্যুতে সর্বাধিক ফিফটি করার রেকর্ড এখন কোহলির দখলে।
ম্যাচে ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন কোহলি। এটি চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ২৬তম অর্ধ-শতক (১০৫ ইনিংসে)। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার অ্যালেক্স হেলসের নামে,যিনি নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ১০৯ ইনিংসে ২৫টি ফিফটি করেছিলেন। শুধু ফিফটিই নয়,চিন্নাস্বামীতে ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরিও আছে কোহলির। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী,এক ভেন্যুতে রান,ফিফটি,সেঞ্চুরি এবং গড়ে – সব মাপকাঠিতেই কোহলি এখন শীর্ষে।
এই রেকর্ডের সেরা দশের তালিকায় উজ্জ্বল উপস্থিতি রয়েছে বাংলাদেশেরও। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১০ টি-টোয়েন্টি ইনিংসে ২৩টি ফিফটি ও ২টি সেঞ্চুরি সহ তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। একই ভেন্যুতে ১৩৬ ইনিংসে ২০টি ফিফটি নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স (সাউদাম্পটনে ২৪ ফিফটি,২ টি সেঞ্চুরি) এবং পঞ্চম স্থানে জেসন রয় (লন্ডনের ওভালে ২১ ফিফটি,২ টি সেঞ্চুরি)।
প্রসঙ্গত,মুশফিকুর রহিম এই তালিকায় সপ্তম স্থানে থাকা বাবর আজম (করাচিতে ৪৫ ইনিংসে ১৮ ফিফটি,১ টি সেঞ্চুরি) এবং অষ্টম স্থানে থাকা রোহিত শর্মার (ওয়াংখেড়েতে ৮৯ ইনিংসে ১৮ ফিফটি,১ টি সেঞ্চুরি) মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন। এই তালিকার নবম স্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩৫ ইনিংসে ১৬ ফিফটি,৩ টি সেঞ্চুরি) এবং দশম স্থানে ইংল্যান্ডের অ্যাডাম লিথ (লিডসে ৮৪ ইনিংসে ১৬ ফিফটি,১ টি সেঞ্চুরি)।
রাজস্থানের বিপক্ষে ৭০ রানের ইনিংসটি কোহলিকে আরও একটি মাইলফলকের কাছে নিয়ে গেছে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলার তালিকায় তিনি ক্রিস গেইলকে (১১০ টি) টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। কোহলির মোট পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ১১১টি (১০২ ফিফটি ও ৯ সেঞ্চুরি)। এই তালিকার শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার (১১৭ টি)।