মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ বাহিনী আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৪ টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মো. জাহিদুজ্জামান (৪৮), মো. জোনায়েদ (৫৫) ও মো. মোশারফ হোসেন (৪২), মো. জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মো. মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬), মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মো, মাসুদ রানা (৪০)।

তাদের কাছ থেকে একটি করে পিস্তল, চাইনিজ কুড়াল, চাকু, রামদা এবং দেশীয় তৈরী ৪টা পাইপগান উদ্ধার হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অস্ত্র উদ্ধার হয় । তথ্য দিয়েছেন মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এনএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন