খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)’র অনশনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে বেলা ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচীর আয়োজন করেন।
একই সময়ে কুয়েট ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফা সমর্থনে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন দ্যা রেড জুলাই নামের একটি সংগঠন।
এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার নিজেদের ফেসবুকে পেজে তারা এসব কর্মসূচি ঘোষণা করেন।
অপরদিকে কুয়েট ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফা সমর্থনে দুপুর ২টায় নগরীর জিরোপয়েন্ট বিক্ষোভ সমাবেশ ব্লকেড কর্মসূচি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেসবুক পেজগুলোতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/এনএম