মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে সন্ত্রাসীদের হামলায় যুবক জখম

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে নগরীর বসুপাড়া কবরস্থানের সামনে একটি ফাঁকা স্থনে তাকে ধারালো অস্ত্রদিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত যুবক বানরগাতি বাজার কলেজ রোড এলাকার আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯ টার দিকে মো. আ. আজিজ বানরগাতি ডলফিন মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে দু’টি মোটরসাইকেল ধাওয়া দিলে তিনি দৌড়ে বসুপাড়া কবরস্থানের প্রথম গেটের সামনে আসেন। সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনির বাড়ির সামনে ফাঁকা স্থানে লুকিয়ে রক্ষা পাননি। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীর তার ডান কাঁধ এবং বাম হাতে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, সন্ত্রাসীদের মাথা হেলমেট দিয়ে ঢাকা থাকায় তাদের চিনতে পারেনি।

এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে তার ওপর এ হামলা হয়েছে তা তিনি পরিস্কার করে বলতে পারেনি। আহত যুবককে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন