খুলনায় পুলিশের পৃথক দুই অভিযানে স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ চোরাইসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে পূর্ব হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালংখার ও অন্যান্য চোরাই সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করে লবণচোরা থানা পুলিশ। একই রাতে গোয়ালখালি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মেটারসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।
রোববার (২০ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শনিবার রাতে পূর্ব হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালংখার ও অন্যান্য চোরাই সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করে লবণচোরা থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি সোনার চেইন, একটি মনিটর, একটি পিসি, একটি রাউটার, দু’টি ফ্যান এবং একটি স্মার্ট টিভিসহ ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি থানার গোলাম বারী ঢালীর ছেলে সাইফুল ঢালী ও খুলনার লবণচোরা থানার মরহুম রেজাউল করিমের ছেলে বিপ্লব হোসেন। গ্রেপ্তারকৃতএদর বিরুদ্ধে লবণচরা থানার মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে শনিবার রাতে নগরীর গোয়ালখালি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে দুইটি চোরাই মোটর সাইকেল, তিনটি রাবার স্ট্যাম্প ও একটি টিনের স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম খালিশপুরের মো. আব্দুল আজিজ শিকদারের ছেলে।
সিডিএমএস এবং থানার রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে
খুলনা গেজেট/জেএম