শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গোল্ডেন মনির আটক, অস্ত্র ও মাদক উদ্ধার

গেজেট ডেস্ক

অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ‘গোল্ডেন মনিরকে’ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২১ নভেম্বর) ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাসা থেকে তাকে করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদকসহ মনিরকে তার বাসা থেকে আটক করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শুক্রবার রাত ১০টা থেকে গোল্ডেন মনিরের বাসায় এই অভিযান শুরু করে র‍্যাব। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযানের নেতৃত্বে দেন।



বাসভবনের পাশাপাশি মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান এখনও শেষ হয়নি। অভিযানে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করেছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।



এএসপি ফারজানা বলেন, উদ্ধার করা টাকা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় তলা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন