রূপসাঘাট টোলমুক্ত করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রিয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল। রূপসা ঘাট টোলমুক্ত করতে আন্দোলনকারী সমন্বয়কদের একটি প্রতিনিধি দল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।
এ সময় আজিজুল বারী হেলাল বলেন, আমি ইতোমধ্যে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলেছি। রূপসা ঘাট দ্রুত টোল মুক্ত হবে। স্মারকলিপি প্রদানকালে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টোলমুক্ত রূপসাঘাট আন্দোলনকারীদের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাংবাদিক বিএম শহিদুল ইসলাম, মোঃ বেনজির হোসেন, ছাত্রদের পক্ষে হাসান মর্জা, ফাহাদ গাজী, নাঈম রেজা, সোহান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শেখ হাফিজুর রহমান, মো: মিজানুর রহমান, শেখ হাফিজুর রহমান রাব্বি, নিলয় দত্ত প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ