খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নবী নেওয়াজ পাঁচ দিনের রিমান্ডে
  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত

দ্বিতীয় দিনের মতো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন কুয়েটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে  আন্দোলনরত শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে  রাত্রিযাপন করেছে।
রাত ১২ টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় , প্রশাসনিক ভবনের সামনে রাত্রি  যাপনের জন্য বর্তমানে  আমরা ২০/২৫ জন শিক্ষার্থী অবস্থান করছি। বাকিরা রাতের খাবার খেতে ক্যাম্পাসের বাইরে গেছে। খাবার শেষে তারা আমাদের সঙ্গে যোগ দিবে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার (১৩ এপ্রিল) বেলা ৩টা টায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
উদ্ভূত পরিস্থিতির কারণে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করে। টানা তিন ঘন্টা সভা শেষে রাত দশটায় সিন্ডিকেট সদস্যরা  প্রশাসনিক ভবন থেকে বের হয়ে যায়।
প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের অভিযোগ, সিন্ডিকেট সদস্যেদের প্রশাসনিক ভবনের পিছন দিক দিয়ে বের হতে দেখে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা আমাদের সঙ্গে কোন ধরনের কথা না বলে চলে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে  গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজ  সংবাদপত্রে প্রকাশিত সংবাদ দেখে আমরা সিন্ডিকেটের সিদ্ধান্ত জানতে পারি।
শিক্ষার্থীরা জানান , আমাদের অন্যতম  দাবি আবাসিক হলগুলো খুলে  না দেওয়ার সিদ্ধান্তে আমরা ভীষণ ক্ষুব্ধ। যে কারণে দ্বিতীয় দিনের মত আমরা  প্রশাসনিক ভবনের সামনে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিয়েছি । আগামীকাল সকালে  সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের যে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার হয়েছে তাদের তালিকা দেখে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!