মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে খুলনায় সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আবু হোসেন বাবু।

 


আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় দোয়া করেন মাওলানা আব্দুল গাফফার। এসময় উপস্থিত ছিলেন এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, রেহেনা ঈশা, স ম আব্দুর রহমান, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মোল্যা খায়রুল ইসলাম, রকিব মল্লিক, এড. তাসলিমা খাতুন ছন্দা, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া, ওহেদুজ্জামান রানা, শেখ সাদী, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, শেখ জামিরুল ইসলাম, বদরুল আনাম খান, আফসার উদ্দিন মাস্টার, কাজী আব্দুল লতিফ, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, জসিম উদ্দিন লাবু, ইমতিয়াজ আলম বাবু, মোস্তফা কামাল, বাচ্চু মীর, আসলাম হোসেন, শাহনাজ পারভীন, শামসুল বারী পান্না, কাজী মাহমুদ আলি, শফিকুল ইসলাম বাদল, মো. আলি, জিএম মঈন উদ্দিন, সিরাজুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, শামীম আশরাফ, ডা. ফারুক হোসেন, হাবিবুর রহমান কাজল, আল আমিন তালুকদার প্রিন্স, রাহাত আলি লাচ্চু, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, জামাল উদ্দিন মোড়ল, সাকিল আহমেদ, মাজেদা খাতুন, তানভিরুল আজম রুম্মান, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক, শফিকুল ইসলাম শাহিন, হেদায়েত হোসেন হেদু, মনিরুজ্জামান মনি, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান, হেমায়েত হোসেন, মনিরুজ্জামান লেলিন, মিসেস মনি, কওসারী জাহান মঞ্জু, কাকলী, সাথী, মুন্নি জামান, ইসরাত আরা কাকন, শাহারুজ্জামান মুকুল, এম এ হাসান, আমিরুল ইসলাম তারেক ও খালিদ প্রমুখ।

অনুরূপভাবে বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ে মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন। আলোচনা সভা শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বক্তৃতা করেন চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, সজিব তালুকদার, সোহেল মোল্লা, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, এসএম জসিম, মনিরুজ্জামান মনি, মো. কামাল হোসেন, মো. সাফায়েত হোসেন, মিজানুর রহমান বাবু, সাকারুল সুমন, জিয়া উদ্দিন জিয়া, জসিম উদ্দিন ডেভিট, সোহেল রানা, আরিফুজ্জামান সোহেল, মেহেদি হাসান বাপ্পি, মো. লিটন, রবিউল ইসলাম রবো, মোল্লা মেহেদী, আরিফুর রহমান আরিফ, আসাদুজ্জামান বেল্লাল, মো. আমিনুল ইসলাম মিন্টু, জিএম বাবুল, মানিক প্রমুখ।



খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন