মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় পুুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলা থানা পুলিশ  দামোদর রেল ষ্টেশন এলাকার একটি পুকুর থেকে শুক্রবার দুপুরে আয়ুব মোল্যা (২৬) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে । সে দামোদর মোড়লপাড়া গ্রামের মোহাম্মদ আলী মোল্যার পুত্র।

থানার এসআই অমিতাভ জানান, গত ৪ বছর পূর্বে ট্রেন দুর্ঘটনায় আয়ুব মোল্যা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসম্যহীন হয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাত থেকে পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি ।



শুক্রবার দুপুরে পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন