খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

রেকর্ড জয় দিয়ে বাংলাদেশের বাছাইপর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক

ব্যাট হাতে কাজটা করেছেন জ্যোতি-শারমিনরা। থাইল্যান্ডের মেয়েদের দিয়েছেন বড় রানের চ্যালেঞ্জ। বল হাতে বাকি কাজ করেছেন জান্নাত ও ফাহিমা। দুই স্পিনারের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি থাই মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ ম্যাচ জিতেছে অনায়াসে। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যবধান ১৭৮ রান।

লাহোর সিটি অ্যাসোসিয়েশন ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ড।

এই ম্যাচে ইতিহাসই গড়েছে বাংলার মেয়েরা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। জয়ের ব্যবধানও রানের হিসেবে সর্বোচ্চ। এর আগে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারানো ছিল সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে থাইল্যান্ড। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। দুই প্রান্ত থেকে দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে থাই মেয়েরা। ৮.৫ ওভারে ১ মেডেনসহ ২১ রানে ৫ উইকেট নেন ফাহিমা। জান্নাত ছিলেন আরও বিধ্বংসী। ৫ ওভারে ৩ মেডেনে মাত্র ৭ রানে ৫ শিকার করেন তিনি। দুজনকে সামনে থাইল্যান্ডের মাত্র তিনজন ব্যাটার পার করেছেন দুই অঙ্কের রানের ঘর।

এর আগে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে ঘটে প্রথম উইকেটের পতন। ৮ রান করে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। আরেক ওপেনার ফারজানা হক অবশ্য পেয়েছেন ফিফটির দেখা। ধীরগতির হলেও ৮২ বলে ৫৩ রানের ইনিংস গড়ে দিয়েছে দলের ভিত।

দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তিকে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। ফারজানা বিদায় নিলেও শারমিন অবিচল ছিলেন শেষ পর্যন্ত। ১১ চারে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে, বাংলাদেশের রান ২৭১ পর্যন্ত নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জ্যোতি।

শেষ বলে আউট হওয়ার আগে ছড়ি ঘোরান থাই বোলারদের ওপর। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন জ্যোতি। ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি, এই ফরম্যাটে যা বাংলাদেশের দ্রুততম। তৃতীয় উইকেটে শারমিনের সঙ্গে ১৫২ রানের অসাধারণ জুটি গড়েন জ্যোতি। ওয়ানডেতে যে কোনো উইকেটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জুটি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!