আগামী মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি (হাই-পারফরম্যান্স) দল। সেই সিরিজের আগে বাংলাদেশ এইচপির সব বিভাগেই কোচিং স্টাফ নিয়োগ দিতে চায় বিসিবি। ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। নিশ্চিত হয়েছে পেস বোলিং কোচ কলি কলিমোরের নামও।
তবে এখনও কয়েকটি বিভাগে কোচ নিয়োগ বাকি রয়েছে। বিশেষ করে ফিল্ডিং কোচ এখনও চূড়ান্ত হয়নি। কয়েকজন বিসিবির কাছে নিজেদের সাক্ষাৎকারও দিয়েছেন। চূড়ান্ত হয়নি ব্যাটিং কোচের নামও। হান্নান সরকার নাকি রাজিন সালেহ কে নেবেন এই দায়িত্ব, দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
নতুন করে স্পিন বোলিং কোচ চূড়ান্ত হয়েছে এইচপির। বিসিবি পাকিস্তানের আরশাদ খানকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ২৬ এপ্রিল ঢাকায় আসবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এইচপির চেয়ারম্যান মাহবুবুল আনাম। তিনি জানান, ২৩ এপ্রিল হেম্পের সঙ্গে আলোচনা করবেন। এরপর পুরো কোচিং প্যানেলের সঙ্গে বসবেন ২৮ এপ্রিল।
দক্ষিণ আফ্রিকা এইচপি দলের সঙ্গে সিরিজের আগে ১ মে থেকে শুরু হবে অনুশীলন। সেই সিরিজে দলে থাকা ক্রিকেটাররা থাকবেন অনুশীলনে। এরপর ১০ জুন থেকে শুরু হবে এইচপির ক্যাম্প। পুরো বছর জুড়েই এইচপির কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন মাহবুবুল আনাম।
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বেও আছেন পাকিস্তানি কিংবদন্তি মুশতাক আহমেদ। সাবেক এই বিশ্বকাপজয়ী লেগ-স্পিনারের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে বলে তিনি নিজেই গত মার্চে জানিয়েছেন। এ ছাড়া পেস বোলিং কোচ হিসেবে সম্ভাব্য তালিকায় আছেন পাকিস্তানের সাবেক তারকা উমর গুল। যদিও তার সঙ্গে শন টেইট ও সাবেক কোচ অ্যালান ডোনাল্ডরাও আলোচনায় আছেন।
খুলনা গেজেট/এএজে