খুলনায় রাস্তা পার হওয়ার সময়ে ইজিবাইকের ধাক্কায় মো. জাহিদ গাজী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া ৯ টার দিকে নগরীর নিরালা তবলীগ মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নিরালা ১৯ নং রোডের বাসিন্দা কালাচান গাজীর ছেলে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে তিনি নিরালা তাবলীগ মসজিদের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে দ্রুতগামী একটি ইজিবাইক সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে ওই ইজিবাইক চালক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রেখে ইজিবাইক চালক সেখান থেকে সটকে পড়ে।
খুলনা গেজেট/ টিএ