শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে এ প্রতিবাদ মিছিল করা হয়। সোমবার (৭ এপ্রিল) বিকালে বাগেরহাটের দশানি ট্রাফিক মোড়ে পথসভার পর জামায়াতের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে বাগেরহাট জজকোর্টের সামনে এসে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ,জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনূস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এ্যাডঃ মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, সদর উপজেলা জামায়াতের আমির ফেরদৌস আলী, শহর আমির শামীম আহসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন