নগরীতে ছুরিকাঘাতে মো. পলাশ (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছ। খুলনার জাতিসংঘ পার্কে চলমান ঈদ মেলায় রোববার (৬ এপ্রিল) ৯ টায় এ ঘটনাটি ঘটে ।
আহত যুবক খুলনা সদরের মতলবের মোড় এলাকার মো. আব্দুল হামিদ খান ছেলে।
স্থানীরা জানায়,পূর্ব শত্রুতার জের ধরে ঈদ মেলায় রেলগাড়ি খেলার কাছে মো. পলাশের পেটের মাঝখানে, বুকের ডান সাইডে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা ।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাশ স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তার নিজস্ব একটি দল রয়েছে। শনিবার রাতে মেলার ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র পলাশের গ্যাংয়ের সাথে পতিপক্ষ গ্রুপের সাথে বিরোধ বাধে। যে ঘটনার জের ধরে রোববার রাতে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ওই গ্রুপের সদস্যরা। ধারালো অস্ত্রের আঘাতে পলাশের পেট থেকে ভুড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। বর্তমানে পলাশের অপারেশনের কার্যক্রম চলছে। এ ঘটনার সাথে জাড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/এএজে