ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারো ক্রিকেটে ফিরছেন এই অলরাউন্ডার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে তার।
নাসিরের মাঠে ফেরার বিষয়টি সিসিডিএমের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। রোববার (৬ এপ্রিল) ডিপিএলের দল রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন নাসির। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কতৃপক্ষ। সবঠিক থাকলে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) রুপগঞ্জের জার্সিতে মাঠে দেখা যেতে পারে নাসিরকে।
এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন।
তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় আগামীকাল থেকে নাসিরের মাঠে নামতে আর কোনো বাধা নেই।
আগামীকাল সোমবার সকাল নয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচ দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন হতে পারে এই অলরাউন্ডারের।
খুলনা গেজেট/এএজে