মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খালিশপুরে ভোক্তার অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় দু’টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় খালিশপুরের দুটি বাজারে তদারকি  করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় মোট ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন