অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেশ কিছু জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে এবার ক্রীড়াঙ্গনের আরও ২০টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার (২৩ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবর্তন করা স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হলো- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন। এর বর্তমান নাম দেয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে। এছাড়া রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে নামকরণ করা হয়েছে ফতুল্লা স্টেডিয়ামের। বাকি ক্রীড়া স্থাপনাগুলো কোনো ব্যক্তির পরিবর্তে নিজ নিজ বিভাগ, জেলা ও উপজেলার নামে পরিবর্তন করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে