মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বারাকপুরে মুদি দোকানে আগুন, লক্ষাধিক টাকা পুরে ছাই

ফুলবাড়িগেট প্রতিনিধি

দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শেখ পাড়ায় মোফাজ্জেল শেখের মুদি দোকানে মঙ্গলবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মুদি দোকানি মোফাজ্জেল বলেন, আমার দোকানের পিছনেই নিজের বসতবাড়ি। প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাসায় যাই, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ির ভিতর থেকে ধোয়া দেখতে পেয়ে বাইরে বের হয়ে দেখি আমার দোকানের ভিতরে আগুন জ্বলছে।পরে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। আগুনে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। শত্রুতামুলকভাবে এ কাজ করা হয়েছে বলে জানান মুদি দোকানি মোফাজ্জেল। খবর পেয়ে বুধবার সকাল ৮ টায় দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন