মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শিরোমণিতে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত ব্যক্তির আত্মহত্যা

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি রেলক্রসিং এর হাই স্কুল সংলগ্নে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির বুধবার বিকাল সোয়া ৪টায় যশোরগামী সাগরদাড়ী এক্সপেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তিকে শিরোমণি হাই স্কুলের সামনে ঘোরা ফেরা করতে দেখে। ট্রেন চলে যাওয়ার পর তার ক্ষতবিক্ষত লাশ ট্রেন লাইনের পূর্বপাশে পড়ে থাকতে দেখে।

শিরোমণি ষ্টেশন রেলক্রসিং এর গেটম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, বিকাল ৪টায় খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ী এক্সপ্রেসটি সোয়া ৪টায় শিরোমণি রেলক্রসিং অতিক্রম করে হাই স্কুল বাউন্ডারী গেট সংলগ্ন রেল লাইনে অজ্ঞাত ব্যক্তিকে চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাপ দিতে দেখে। ঘটনার পর খুলনা জিআরপি থানার এস আই গোবিন্দ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় বা আত্মহত্যার কারণ জানা যায়নি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন