খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে চলমান সংস্কার ও রুপান্তরে পাশে থাকবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক জাতিসংঘ মহাসচিব

ডুমুরিয়া উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা, ইউনিয়ন বিএনপির সভাপতি বহিস্কার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম মাহলদাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর ৬নং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে বহিস্কার করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডুমুরিয়া উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

সভায় সভাপতির বক্তৃতায় খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, জেলা বিএনপি’র ভাবমূর্তি বিনষ্টকারী কোন ব্যক্তি বিএনপিতে স্থান পাবে না। দীর্ঘ ১৭ বছর জীবনবাজী রেখে বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী-সমার্থকদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশে আদর্শচ্যূতদের দলে জায়গা দেবার অর্থই হাজার হাজার নেতাকর্মীর রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাই সকল বিতর্কের উর্দ্ধে পরিচ্ছন্ন নেতাকর্মীদের সমন্বয়ে খুলনা জেলা বিএনপি হবে একটি মডেল ইউনিট। ক্লিন ইমেজের নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র পুনবহাল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলে বিএনপি নেতান খান জুলফিকার আলী জুলু, মোল্লা সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, গাজী তফসির আহাম্মেদ, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, মোল্লা এনামুল কবির, অসিত কুমার সাহা, এজাজুর রহমান শামীম, সাইফ হোসেন মোল্লা, চৌধুরী কাওসার আলী, শেখ আবুল বাসার, মোজাফফর হোসেন, খন্দকার ফারুক হোসেন, জাবেদ হোসেন মল্লিক, সরদার আব্দুল মালেক, আলামিন সানা, সুলতান মাহমুদ, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, মোহাম্মদ জাফরি নেওয়াজ চন্দন, গাজী হারুন অর রশিদ নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাঈদ ও সেতারা সুলতানা প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই মহাগ্রহন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফারুক হোসাইন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!