মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার জেলখানাঘাটে ব্রীজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর অতি গুরুত্বপূর্ণ জেলখানাঘাটে ব্রীজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখা। রবিবার (৯ মার্চ ) দুপুরে নগরীর জেলখানাঘাট সংলগ্ন সড়ক ও জনপথ অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘জনদুর্ভোগ দূর করো, জেলখানাঘাট ব্রীজ করো’ এই শ্লোগানে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় তারা সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া এবং আকাঙ্খার ভিত্তিতে অতিসত্ত্বর গুরুত্বপূর্ণ এই ব্রীজটি করার দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি শেষ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কদরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইদুল ইসলাম জিহাদ, জেলা যুগ্ম আহ্বায়ক শামিম হাওলাদার, সংগঠক এম এ কাদের, তামিম হাসান লিওন, শাহ আলম রিপন, সদস্য তরিকুল ইসলাম, মুশফিকুর রহমান, ওমর ফারুক, তেরখাদা প্রতিনিধি ফেরদৌস, আবু হুরায়রা, রাগিব, রূপসার সকল ছাত্র প্রতিনিধি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন