খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ
নাগরিক সমাজের স্মরণ সভায় বক্তারা

‘মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ ছিলেন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’

নিজস্ব প্রতিবেদক

বীরমুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. ফিরোজ আহমেদ এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা নাগরিক সমাজের উদ্যোগে শনিবার (৮ মার্চ) নগরীর জন্মভূমি ভবনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতে প্রয়াতের জীবনের উপর সংক্ষিপ্ত মুখবন্ধ উপস্থাপন করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।

স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড অ্যাড. ফিরোজ আহমেদ এক সময়কার তুখোড় ছাত্রনেতা, শ্রমিক আন্দোলনের অগ্রসৈনিক, লবণপানি বিরোধী-ভূমিহীন আন্দোলনের পুরোধা। সর্বোপরি খুলনার সার্বিক উন্নয়ন আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন। তিনি ছিলেন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ। দলমতের ঊর্ধ্বে উঠে এ অঞ্চলের উন্নয়ন তথা শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের সঙ্কট মোচনে আমৃত্যু রাজপথে লড়াই করে গেছেন। নিরবে নিভৃতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রতিনিয়ত। দাতব্য কাজে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আজকের দিনে খুলনার বিভিন্ন সঙ্কট লাঘবে তাঁর পথ অনুসরণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ন্যায্য দাবী আদায়ে খুলনার সচেতন নাগরিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁর ইতিবাচক দিকগুলো গ্রহণ করে খুলনার উন্নয়নে এবং মানব কল্যাণে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

স্মরণ সভায় তাঁর স্মৃতি রক্ষার্থে খুলনা মহানগরীর সড়ক, স্থাপনা বা অডিটোরিয়ামের নামকরণের আহ্বান জানানো হয়।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক, কবি আবু আসলাম বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, নতুনতারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা কবি সাইফুর মিনা, পড়শী সাহিত্য সংস্থার সাধারণ সম্পাদক কবি নুরুন নাহার হীরা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এফ এম মনিরুজ্জামান, কে এইচ ফাউন্ডেশনের খ. ম. শাহীন হোসেন, সংগঠক, কবি নাজমুল তারেক তুষার, সংগঠক, সাংবাদিক মোসলেহ উদ্দীন তুহিন, সমাজ সেবক রোটারীয়ান মীর কবির হোসেন, হুমায়ুন কবির, এ কে আজাদ প্রমুখ।

এসময় বক্তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে নারীদের অধিকার রক্ষায় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!