খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া প্রতি‌বেদক

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা। স্কোয়াডে সেই বড় কোনো চমক রাখেননি কোচ কোচ লিওনেল স্কালোনি। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজের সার্ভিস পাচ্ছে না আলবিসেলেস্তেরা।

দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ মুখ। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ থেকে এসেছেন ম্যাক্সিম পেরোনে এবং নিকোলাস পাজ। বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রোদের ৩৩ জনের স্কোয়াডে রেখেছেন স্কালোনি।

অভিজ্ঞদের মধ্যে সকলেই আছেন স্কোয়াডে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজদের সকলেই আছেন স্কোয়াডে।

আগামী ২২ মার্চ উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৫ মার্চ বুয়েনস আইরেসে ব্রাজিলের মোকাবিলা করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!